অঙ্ক শেখো বাংলায়

উপপাদ্য এবং প্রয়োগ Suggestion - মাধ্যমিক 2021

Mar 30, 2021

মাধ্যমিক 2021 এ উপপাদ্য এবং প্রয়োগ একটি গুরুত্বপূর্ণ বিভাগ| সর্বমোট 21 নম্বর এই বিভাগটির জন্য ধার্য থাকে| ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ উপপাদ্য এবং প্রয়োগ অধ্যায় অনুযায়ী সাজিয়ে উপস্থাপন করা হল:

উপপাদ্য:

বৃত্ত সম্পর্কিত উপপাদ্য

1) ব্যাস নয় এরূপ কোন জ্যা এর ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যা টিকে সমদ্বিখন্ডিত করে|

2) প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোন জ্যা কে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোন সরলরেখা সমদ্বিখন্ডিত করে তাহলে,ওই সরলরেখা ওই জ্যা এর উপর লম্ব হবে|

3)জ্যা কে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোন সরলরেখা সমদ্বিখন্ডিত করে তবে ওই সরলরেখা ওই জ্যা এর উপর লম্ব হবে|

 বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য

1) কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যেকোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ|

2) অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ-

বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য

1) বৃত্তস্থ চতুর্ভূজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক|

বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য

1) বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক ও ওই বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত|

2) যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে স্পর্শবিন্দু টি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের  উপর অবস্থিত হবে|

প্রয়োগ:

বৃত্ত সম্পর্কিত উপপাদ্য

 1)একটি সরলরেখা দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটি কে A, B এবং অপরটি কে C, D বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করো AC=BD

 বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য

1) ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র O এবং OD লম্ব BC; প্রমাণ করো যে <BOD=<BAC

বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য

1) প্রমাণ করো যে কোন চতুর্ভুজের কোন্ চারটির সমদ্বিখন্ডক গুলি পরস্পর মিলিত হলে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ|

বৃত্তের স্পর্শক সম্পর্কিত উপপাদ্য

1)O কেন্দ্রীয় বৃত্তের QR একটি জ্যা QওR বিন্দুতে স্পর্শক দুটি পরস্পরকে P বিন্দুতে ছেদ করে|QM বৃত্ত টির ব্যাস হলে প্রমাণ করো:<QPR=2<RQM

2) দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তর টির AB ও AC জ্যা দুটি অপর বৃত্তকে যথাক্রমে P ও Q বিন্দুতে স্পর্শ করেছে|  প্রমাণ করো:PQ=½ BC

 3)O কেন্দ্রীয় বৃত্তের AC ব্যাস; ABC বৃত্তস্থ ত্রিভুজ এবং OP লম্ব AB হলে প্রমাণ করো-OP:BC=1:2

4) ABC ত্রিভুজের BC বাহুর উপর AD লম্ব AD²=BD. DC; প্রমাণ করতে হবে,<BAC=90°

5) ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দু A থেকে BC বাহুর উপর AD লম্ব, যা BC বাহুকে D বিন্দুতে ছেদ করেছে,এবং AD²=BD. CD হলে, প্রমাণ করো ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ এবং<A=90°

6)O কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ ABCD হলে প্রমাণ করো,AB+CD=BC+DA. 

এছাড়াও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে কয়েকটি VSA এর set দেওয়া হল:

বৃত্ত সম্পর্কিত উপপাদ্য

1)একটি সরল রেখা কোনো বৃত্তকে________অধিক বিন্দুতে ছেদ করিতে পারে না।
Ans.2

2)বৃত্তস্থ চতুর্ভুজে________ কোণগুলি পরস্পর সম্পূরক ।
Ans. বিপরীত

3)বৃত্তস্থ সূষম ষড়ভুজের প্রত্যেক বাহু বৃত্তের________ সমান।
Ans. ব্যসার্ধ

বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য

1)একটি বৃত্তের ব্যাস অর্ধবৃত্তে যে সম্মুখ বৃত্তস্থ কোণ উৎপন্ন করে তাকে ________  বলে।
Ans. অর্ধবৃত্তস্থ কোন

2)সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি________ বিন্দু দিয়ে যাবে।
Ans. সমকৌণিক দিয়ে যাবে

3)যে-কোনো সমকোণী ত্রিভু্জের পরিকেন্দ্র ________-এর ওপর অবস্থিত ।
Ans. অতিভূজ

4)অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ________ ।
Ans. সূক্ষকোণ

বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য

1)বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের হবে________ ।
Ans. ব্যাস

2)একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি______হবে ।
Ans. সমবৃত্তস্থ

3)বৃত্তস্থ ট্রাপিজিয়াম একটি_______ ট্রাপিজিয়াম।
Ans. সমদ্বিবাহু

4)একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি_______।
Ans. সমবৃত্তস্থ

সত্য-মিথ্যা নিরূপণ

1)বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণটি সর্বদা বিপরীত অন্তঃস্থ কোণের সমান হয়। [T]

2)কোনো চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান্তরাল হলে সেটির অপর বাহুদ্বয় সমান হবে এবং কর্ণদ্বয় সমান হবে। [T]

3)বৃত্তস্থ চতুর্ভুজের যে-কোনো একটির বাহু সংলগ্ন কোণ দুটির সমষ্টি 180∘। [F]

4)একটি বৃত্তথা চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরষ্পর পূরক কোণ। [F]

5)একটি বৃত্তস্থ সামান্তরিক আয়তাকার চিত্র। [T]

বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য

1)দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করলে স্পর্শবিন্দু ও বৃত্ত দুটির কেন্দ্রদ্বয় সর্বদা ________ হয়।
Ans. ব্যাস

2)কোনো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর ________ কোণে নত।
Ans. সমকোণে

3)দুটি বৃত্তের দুটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হয় ________ ।
Ans. সমান

4)দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পৰ্শ না করলে সর্বাধিক ________ টি সাধারণ স্পর্শক থাকবে।
Ans. চারটি

5)বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু হইতে ওই বৃত্তে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর________।
Ans. সমান

6)স্পৰ্শ বিন্দুগামী________ এবং________ স্পর্শকবিন্দুতে পরম্পর লম্ব
Ans. সরলরেখা, ব্যাসার্

সত্য-মিথ্যা নিরূপণ

1)কোনো বৃত্তের একটি জ্যার প্রান্তবিন্দুতে অকিত স্পর্শকদ্বয় পরস্পরকে ছেদ করে। [T]

2) বৃত্তের একটি ব্যাসের প্রান্তবিন্দুতে অকিত স্পর্শকদ্বয় পরস্পর সমান্তরাল হয়। [T]

3)বৃত্তের বাইরের কোনো একটি বিন্দু থেকে বৃত্তের ওপর যে দুটি স্পর্শক টানা যায় তাদের দৈর্ঘ্য অসমান হয়। [F]

এক্ষেত্রে উল্লেখযোগ্য,উপপাদ্য প্রয়োগের এই suggestion set টি, Madhyamik Math practice sequence অনুযায়ী প্রস্তুত করা হয়েছে|অর্থাৎ এগুলি ক্রমানুযায়ী practice করলে,যেকোনো উপপাদ্য বা প্রয়োগ এর ক্ষেত্রে কোন সমস্যাই হবে না|

Homework Help from Expert Tutors

Upload your homework questions and get video and PDF solutions created by expert tutors. Delivery within 6- 24 Hrs.

Upload Now!

Team VidOnko

VidOnko offers highly effective and student-friendly Bengali video solutions on Mathematics for Madhyamik and Higher Secondary examination. This is the first learning initiative done exclusively in Bengali to help students accustom to the new normal. 

Related Posts

Search

  • Homework Help from Expert Tutors

    Upload your homework questions and get video and PDF solutions created by expert tutors. Delivery within 6- 24 Hrs.

    Upload Now!