কিভাবে vidOnko আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তোমাদের সাহায্য করতে পারে

পরীক্ষার সিলেবাস জানার পর, ছাত্র-ছাত্রীরা অনেক সময় ভেবে পায়না, ঠিক কোথা থেকে তাদের প্রস্তুতি শুরু করবে । এক্ষেত্রে প্রথমত ছাত্র-ছাত্রীদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত 'বই' । উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বই সংগ্রহ করে তারা পড়তে পারে । এক্ষেত্রে ঠিক কোন বই follow করতে হবে সেই ক্ষেত্রে শিক্ষকদের সাহায্য নেওয়া যেতে পারে । তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, একাধিক বই সংগ্রহ করে অযথা ছাত্র-ছাত্রীরা যাতে বিভ্রান্ত না হয় । একাধিক বইএ বিভিন্ন রকমের pattern follow করা থাকে । তাই বিভিন্ন বই একসাথে Follow করলে একটি নির্দিষ্ট sequence এ পড়া যায় না এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির ব্যাঘাত ঘটে ।
এক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো 'শিক্ষকদের সহযোগিতা' । কোনরকম guidance ছাড়াই পরীক্ষার প্রস্তুতি নেওয়া সহজসাধ্য নয় । ছাত্র-ছাত্রীরা নিজেদের স্কুলের শিক্ষকদের থেকে এ বিষয়ে সাহায্য নিতে পারে অথবা বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম- 'coaching' থেকে সাহায্য নিতে পারে । এক্ষেত্রে বলে রাখা ভালো, ছাত্রছাত্রীরা শুধুমাত্র স্বনির্ভরতায় আমাদের মাধ্যম vidOnko র মাধ্যমে পরীক্ষার প্রস্তুতির পথ গড়ে তুলতে পারে । তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য 'Self study' র কোন বিকল্প নেই । অর্থাৎ, যেকোনো শিক্ষক বা কোচিং থেকে guidance নিয়ে ছাত্রছাত্রী দের নিজেদের পরীক্ষার প্রস্তুতি নেওয়াই যুক্তি যুক্ত ।
পড়ুয়াদের কাছে উচ্চ মাধ্যমিক তথা class 12 boards এর পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা । স্বভাবতই, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীরা বেশ কিছু অনিশ্চয়তা এবং চিন্তার মধ্যে থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক guidance পায় না । জীবনের এই প্রথম বড় পরীক্ষায় ঠিক কিভাবে পড়তে হবে এবং প্রস্তুতি নিতে হবে এ সম্বন্ধে বেশিরভাগ ছাত্রছাত্রীর ধারণা থাকে না এবং গণিত তথা অংক, ছাত্র-ছাত্রীদের মধ্যে অহেতুক ভীতির সঞ্চার করে । ফলস্বরূপ ছাত্রছাত্রীরা অনিশ্চয়তার জন্য সঠিক প্রস্তুতি নিতে পারেনা এবং পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারে না ।
মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের জন্য বিশাল এক সম্ভাবনাময় মাধ্যম আমাদের VidOnko । VidOnko তে পেয়ে যাও মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের যে কোন প্রশ্নোত্তর-এর video solution । এছাড়াও, previous years question paper, mock test, worksheets এর মাধ্যমে নিজেদের পরীক্ষার প্রস্তুতিকে করে তোল দুর্ভেদ্য ।
VidOnko-র যাত্রা শুরুই হয়েছে ঘরে বসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের গণিতে প্রস্তুত করে তুলবার লক্ষ্যে । আমরা পরীক্ষার্থীদের সাথে দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকার যোগাযোগ স্থাপনের মাধ্যমে পরীক্ষার্থীদের গণিতে পারদর্শী করে তোলার উদ্দেশ্যে কাজ করছি । কোনো নির্দিষ্ট গণিতের সমাধানের উদ্দেশ্যেই হোক কিংবা নিজের দক্ষতা ঝালাই করে নেবার জন্যই হোক, আমাদের অভিজ্ঞ শিক্ষক, শিক্ষিকারা সবাইকে তাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছে দিতে প্রস্তুত ।
হাতের কাছে পেয়ে যাও যেকোনো প্রশ্নের উত্তর । শুধুমাত্র ওই প্রশ্নের screenshot upload করলেই সমস্ত সম্ভাব্য এবং সহজতম উত্তর পেয়ে যাও নিমেষেই । অনেক সময় একটি প্রশ্নের নির্দিষ্ট উত্তর ছাত্র-ছাত্রীদের মনোমতো হয় না, তাই তোমাদের সুবিধার্থেই,আমাদের platform এ আছে ৬ হাজারেরও বেশি প্রশ্নোত্তর । মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্বন্ধিত যেকোনো বইয়ের যেকোনো প্রশ্নের উত্তর সম্বলিত আমাদেরই এই collection থেকে বেছে নাও নিজেদের পছন্দমত format । Pdf, video solution, documents যেখান থেকে ইচ্ছে পছন্দ মতো ব্যাখ্যা খুঁজে হয়ে ওঠো আত্মনির্ভর।
এছাড়াও ক্লাস 12 এর ছাত্র ছাত্রীদের জন্য (wbbse) ব্যবস্থা আছে Live group math class এর । Zoom software এর মাধ্যমে যেকোনো সময় তোমরা এই ক্লাসের সুবিধা পেতে পারো । এই course এর মধ্যেই পেয়ে যাও previous year question paper, worksheets, video solutions, PDF, free mock test এর orderly collection । অভিজ্ঞ শিক্ষক মন্ডলীদের দ্বারা 10-12 জনের small group এ join করার জন্য এক্ষুনি register করো ।
তোমরা যে কোন সময় vidOnko coin কিনতে পারো, যার মাধ্যমে video solution ও document access করা যায় । এবং প্রথম 10 টি solution পাও সম্পূর্ণ বিনামূল্যে ।
আমাদের expert tutor দের মাধ্যমে প্রস্তুত করা আধুনিক whiteboard software এর মাধ্যমে video solutions পেয়ে যাও আমাদের YouTube channel-এ এবং নিজেদের প্রস্তুতিকে নিয়ে যাও অন্য পর্যায়ে ।
আজই Register কর এবং পেয়ে যাও previous year question paper, worksheets, video solutions, PDF এবং free mock test এর দারুন সুবিধা ।
শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার উদ্দেশ্যে বর্তমানে digital education বহুল ব্যবহৃত এবং সম্ভাবনাময় মাধ্যম । অথচ বাংলা ভাষা এবং বিশেষত গণিতে সেরকম বিশ্বাসযোগ্য platform না থাকায় ছাত্রছাত্রীরা অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় । কিন্তু আর কোন চিন্তা নেই | এসে গেল বাংলা ভাষায় এই প্রথম গণিতের digital platform - VidOnko । গণিত প্রকাশ-এর সকল অধ্যায়ের video solution এর সর্ব প্রথম এবং বিশ্বস্ত মাধ্যম হলো VidOnko । গণিত প্রকাশ-এর সমস্ত অধ্যায়ের সমাধান নির্দিষ্ট বিন্যাসে হাতের কাছে পেয়ে যাও যেকোনো সময় । আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রীদের বোঝার সুবিধার্থে প্রতিটি সমাধান step by step প্রস্তুত করেছেন । VidOnko-র গণিত প্রকাশ solution কে করে নাও নিজেদের smart study-র সঙ্গী । গণিত প্রকাশ-এর সমস্ত অধ্যায়ের Video solution share করে বন্ধুদেরও করে নাও তোমার digital study-র সঙ্গী । এর মাধ্যমেই তোমরা পর্ষদ নির্দেশিত গণিতের সকল পরীক্ষায় আশাতীত ভাবে সফল হতে পারবে ।