অঙ্ক শেখো বাংলায়

কিভাবে vidOnko আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তোমাদের সাহায্য করতে পারে

Nov 25, 2022

পরীক্ষার সিলেবাস জানার পর, ছাত্র-ছাত্রীরা অনেক সময় ভেবে পায়না, ঠিক কোথা থেকে তাদের প্রস্তুতি শুরু করবে । এক্ষেত্রে প্রথমত ছাত্র-ছাত্রীদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত 'বই' । উচ্চ মাধ্যমিকের  বিভিন্ন বই সংগ্রহ করে তারা পড়তে পারে । এক্ষেত্রে ঠিক কোন বই follow করতে হবে সেই ক্ষেত্রে শিক্ষকদের সাহায্য নেওয়া যেতে পারে । তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, একাধিক বই সংগ্রহ করে অযথা ছাত্র-ছাত্রীরা যাতে বিভ্রান্ত না হয় । একাধিক বইএ বিভিন্ন রকমের pattern follow করা থাকে । তাই বিভিন্ন বই একসাথে Follow করলে একটি নির্দিষ্ট sequence এ পড়া যায় না এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির ব্যাঘাত ঘটে ।

এক্ষেত্রে অন্যতম  গুরুত্বপূর্ণ বিষয় হলো 'শিক্ষকদের সহযোগিতা' । কোনরকম guidance ছাড়াই পরীক্ষার প্রস্তুতি নেওয়া সহজসাধ্য নয় । ছাত্র-ছাত্রীরা নিজেদের স্কুলের শিক্ষকদের থেকে এ বিষয়ে সাহায্য নিতে পারে অথবা বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম- 'coaching' থেকে সাহায্য নিতে পারে । এক্ষেত্রে বলে রাখা ভালো, ছাত্রছাত্রীরা শুধুমাত্র স্বনির্ভরতায় আমাদের মাধ্যম vidOnko র মাধ্যমে পরীক্ষার প্রস্তুতির পথ গড়ে তুলতে পারে । তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য 'Self study' র কোন বিকল্প নেই । অর্থাৎ, যেকোনো শিক্ষক বা কোচিং থেকে guidance নিয়ে ছাত্রছাত্রী দের  নিজেদের পরীক্ষার প্রস্তুতি নেওয়াই যুক্তি যুক্ত ।

পড়ুয়াদের কাছে উচ্চ মাধ্যমিক তথা class 12 boards এর পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা । স্বভাবতই, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীরা বেশ কিছু অনিশ্চয়তা এবং চিন্তার মধ্যে থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক guidance পায় না । জীবনের এই প্রথম বড় পরীক্ষায় ঠিক কিভাবে পড়তে হবে এবং প্রস্তুতি নিতে হবে এ সম্বন্ধে বেশিরভাগ ছাত্রছাত্রীর ধারণা থাকে না এবং গণিত তথা অংক, ছাত্র-ছাত্রীদের মধ্যে অহেতুক ভীতির সঞ্চার করে । ফলস্বরূপ ছাত্রছাত্রীরা অনিশ্চয়তার জন্য সঠিক প্রস্তুতি নিতে পারেনা এবং পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারে না ।

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের জন্য বিশাল এক সম্ভাবনাময় মাধ্যম আমাদের VidOnko । VidOnko তে পেয়ে যাও মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের যে কোন প্রশ্নোত্তর-এর video solution । এছাড়াও, previous years question paper, mock test, worksheets এর মাধ্যমে নিজেদের পরীক্ষার প্রস্তুতিকে করে তোল দুর্ভেদ্য ।

VidOnko-র যাত্রা শুরুই হয়েছে ঘরে বসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের গণিতে প্রস্তুত করে তুলবার লক্ষ্যে । আমরা পরীক্ষার্থীদের সাথে দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকার যোগাযোগ স্থাপনের মাধ্যমে পরীক্ষার্থীদের গণিতে পারদর্শী করে তোলার উদ্দেশ্যে কাজ করছি । কোনো নির্দিষ্ট গণিতের সমাধানের উদ্দেশ্যেই হোক কিংবা নিজের দক্ষতা ঝালাই করে নেবার জন্যই হোক, আমাদের অভিজ্ঞ শিক্ষক, শিক্ষিকারা সবাইকে তাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছে দিতে প্রস্তুত ।

হাতের কাছে পেয়ে যাও যেকোনো প্রশ্নের উত্তর । শুধুমাত্র ওই প্রশ্নের screenshot upload করলেই সমস্ত সম্ভাব্য এবং সহজতম উত্তর পেয়ে যাও নিমেষেই । অনেক সময় একটি প্রশ্নের নির্দিষ্ট উত্তর ছাত্র-ছাত্রীদের মনোমতো হয় না, তাই তোমাদের সুবিধার্থেই,আমাদের platform এ আছে ৬ হাজারেরও বেশি প্রশ্নোত্তর । মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্বন্ধিত যেকোনো বইয়ের যেকোনো প্রশ্নের উত্তর সম্বলিত আমাদেরই এই collection থেকে বেছে নাও নিজেদের পছন্দমত format । Pdf, video solution, documents যেখান থেকে ইচ্ছে পছন্দ মতো ব্যাখ্যা খুঁজে হয়ে ওঠো আত্মনির্ভর।

এছাড়াও ক্লাস 12 এর ছাত্র ছাত্রীদের জন্য (wbbse) ব্যবস্থা আছে  Live group math class এর । Zoom software এর মাধ্যমে যেকোনো সময় তোমরা এই ক্লাসের সুবিধা পেতে পারো  । এই course এর মধ্যেই পেয়ে যাও previous year question paper, worksheets, video solutions, PDF, free mock test এর orderly collection । অভিজ্ঞ শিক্ষক মন্ডলীদের দ্বারা 10-12 জনের small group এ join করার জন্য এক্ষুনি register করো ।

তোমরা যে কোন সময় vidOnko coin কিনতে পারো, যার মাধ্যমে video solution ও document access করা যায় । এবং প্রথম 10 টি solution পাও সম্পূর্ণ বিনামূল্যে ।

আমাদের expert tutor দের মাধ্যমে প্রস্তুত করা আধুনিক whiteboard software এর মাধ্যমে video solutions পেয়ে যাও আমাদের YouTube channel-এ এবং নিজেদের প্রস্তুতিকে নিয়ে যাও অন্য পর্যায়ে ।

আজই Register কর এবং পেয়ে যাও previous year question paper, worksheets, video solutions, PDF এবং free mock test এর দারুন সুবিধা ।

শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার উদ্দেশ্যে বর্তমানে digital education বহুল ব্যবহৃত এবং সম্ভাবনাময় মাধ্যম  । অথচ বাংলা ভাষা এবং বিশেষত গণিতে সেরকম বিশ্বাসযোগ্য platform না থাকায় ছাত্রছাত্রীরা অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়  । কিন্তু আর কোন চিন্তা নেই | এসে গেল বাংলা ভাষায় এই প্রথম গণিতের digital platform - VidOnko । গণিত প্রকাশ-এর সকল অধ্যায়ের video solution এর সর্ব প্রথম এবং বিশ্বস্ত মাধ্যম হলো VidOnko । গণিত প্রকাশ-এর সমস্ত অধ্যায়ের সমাধান নির্দিষ্ট বিন্যাসে হাতের কাছে পেয়ে যাও যেকোনো সময়  । আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রীদের বোঝার সুবিধার্থে প্রতিটি সমাধান step by step প্রস্তুত করেছেন । VidOnko-র গণিত প্রকাশ solution কে করে নাও নিজেদের smart study-র সঙ্গী । গণিত প্রকাশ-এর সমস্ত অধ্যায়ের Video solution share করে বন্ধুদেরও করে নাও তোমার digital study-র  সঙ্গী । এর মাধ্যমেই তোমরা পর্ষদ নির্দেশিত গণিতের সকল পরীক্ষায় আশাতীত ভাবে সফল হতে পারবে  ।

Team VidOnko

VidOnko offers highly effective and student-friendly Bengali video solutions on Mathematics for Madhyamik and Higher Secondary examination. This is the first learning initiative done exclusively in Bengali to help students accustom to the new normal. 

Related Posts