অঙ্ক শেখো বাংলায়

দীর্ঘ গণিতের সিলেবাস কিভাবে দ্রুত শেষ করবে

Nov 12, 2022

ভিন্ন বড় পরীক্ষাতে সিলেবাস শেষ করা একটি hectic task । তার ওপর গণিতের মতো বিষয়ে যেখানে একাধিকবার  Revision এবং mock test এর প্রয়োজন, সেখানে সিলেবাস তাড়াতাড়ি শেষ করা অপরিহার্য হয়ে ওঠে । কিন্তু ছাত্রছাত্রীরা ভেবে পায় না, ঠিক কিভাবে এত বড় Syllabus স্বল্প সময়ে শেষ করা যায় । এক্ষেত্রে ছাত্রছাত্রীদের নিম্নলিখিত বিষয়গুলি সম্বন্ধে attentiveহতে হবে ।

পড়ার schedule

যে কোন কাজ করার আগে, সর্বপ্রথম বিবেচ্য বিষয় হলো কাজটির blueprint বানানো । যেমন যে কোন খেলায় নামার আগে game plan ঠিক করা গুরুত্বপূর্ণ, পরীক্ষাও এর ব্যতিক্রম নয় । অর্থাৎ পরীক্ষার্থীর সর্বপ্রথম বিবেচ্য বিষয় হলো সঠিক পড়ার schedule তৈরি করা । এই সময়সূচী  তৈরি করার সময় ছাত্র-ছাত্রীদের কয়েকটি বিষয় সম্বন্ধে খেয়াল রাখতে হবে । প্রথমত, তাদের এই ধারণা থাকা আবশ্যক, যে ঠিক কোন কোন বিষয় তাদের পরীক্ষার অন্তর্ভুক্ত এবং ঠিক কোন সময়ে সেগুলি complete করতে হবে । তারপর ছাত্র-ছাত্রীরা ব্যক্তিগত biological clock সম্বন্ধে খেয়াল রেখে নিজেদের আলাদা আলাদা schedule তৈরি করতে পারে ।

পড়াশোনার কয়েকটি উল্লেখযোগ্য Technique

সময়ের বিভিন্ন অধ্যায়ে শিক্ষার্থীদের অধ্যায়নের বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করা হয়েছে । তাদের মধ্যে কিছু কিছু অত্যধিক successful হয়েছে । সেরকমই কয়েকটি পদ্ধতি স্থান করে নিয়েছে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে ।

Pomodoro Technique

Pomodoro Technique

Pomodoro Technique এর বৈশিষ্ট্য হলো সময়ের সুচারু ব্যবহার । অর্থাৎ ঠিক কত সময় ধরে পড়বে এবং কত সময়  বিরতি নেওয়া প্রয়োজন তা এই পদ্ধতিতে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে । এই পদ্ধতির মতে ছাত্র-ছাত্রীরা প্রতি 25 মিনিট পড়ার জন্য 5 মিনিট বিরতি নেবে । অনেকের কাছে এই পদ্ধতি অযুক্তিযুক্ত মনে হবে । কিন্তু বাস্তবে কি অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি যা ভবিষ্যতে ছাত্র-ছাত্রীদের যেকোনো বিষয়ের প্রস্তুতিতে এবং শিক্ষার অগ্রগতিতে বিরাট সহায়তা করে ।

Feynman technique

শিক্ষা জগতের সবচেয়ে আলোচিত এবং প্রশংসিত এই পদ্ধতি যেকোনো শিক্ষার্থীর কাছে শিক্ষার আলোকে সর্বতোভাবে পৌঁছে দেয়, কারণ,Feynman technique চিরাচরিত পরীক্ষা নির্ভর system এর পরিবর্তে শিক্ষার গুণগত ভিত্তিতে শিক্ষার নির্মাণ করে ।

Feynman technique

বিখ্যাত বৈজ্ঞানিক Richard Feynman এর মতে একজন শিক্ষার্থী তখনই বিষয়টি বুঝতে পারে যখন সে, সেই বিষয়টি একজন শিশু কেওসহজ ভাষায় বোঝাতে পারে । অর্থাৎ চিরাচরিত বিজ্ঞান জগতের কঠিন পরিসংখ্যান এর অবগুন্ঠে , আমাদের পারিপার্শ্বিক সাধারণ ঘটনা গুলির অসাধারণ সরল ব্যাখ্যাই শিক্ষার আসল মাপকাঠি ।

Visual stories

বিভিন্ন মানুষের শিক্ষার পদ্ধতি বিভিন্ন রকম হতে পারে । কেউ as usual বই ভিত্তিক পড়াশোনা পছন্দ করতে পারে আবার কেউ তার পরিপন্থী হতে পারে । কেউবা শুধু মাত্র audio বা video অথবা audio visual পদ্ধতিতে শিখতে পছন্দ করে ।

কিন্তু এটি বৈজ্ঞানিকভাবে সর্বসম্মত যে, ছাত্র-ছাত্রীরা যদি গল্পের মাধ্যমে কোন বিষয়ে আয়ত্ত করে তাহলে তা তাদের কাছে আরও আকর্ষণীয় হয়, এবং তারা বিষয়টি সহজেই আয়ত্তে আনতে পারে । আবার তার সাথে Visuality যোগ করলে শিক্ষার্থীরা আরও স্বচ্ছন্দ বোধ করে ।

তবে অনেক ক্ষেত্রে এই পদ্ধতি ছাত্র ছাত্রীদের কাছে available থাকে না এবং থাকলেও অনেক ক্ষেত্রেই খরচ সাপেক্ষ হয়ে ওঠে । তাই এই ব্যাপারে অভিভাবকরা এবং শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের শিক্ষার বিষয়ে এই নতুন পদ্ধতিতে আলোকপাত করলে ভবিষ্যৎ ছাত্র সমাজ অনেক উপকৃত হবে ।

Make points

বর্তমান শিক্ষা জগতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ term হলো 'step by step analysis', অর্থাৎ কোন একটি বিষয়কে একটি সাধারণ এবং সম্পূর্ণ বিষয় হিসেবে না নিয়ে সেটিকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এবং বিভিন্ন point এ ভাগ করলে, সেটি শিক্ষার্থীদের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে ওঠে, অর্থাৎ সেই নির্দিষ্ট পয়েন্টগুলি memorize করার মাধ্যমে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ বিষয়টিকে একটি নতুন আঙ্গিকে দেখে ।

Highlight

বিভিন্ন ছাত্র ছাত্রীর বিভিন্ন বিষয়ে আলাদা আলাদা দুর্বলতা থাকতে পারে এবং তা অতিক্রম করার প্রথম step হলো ব্যক্তিগত দুর্বলতাকে জানা । নিজের দুর্বলতা সম্পর্কে সম্যক ধারণা না থাকলে তা অতিক্রম করা সম্ভব নয় । তাই কোন বই বা বিষয় পড়ার সময় ছাত্র-ছাত্রীদের নিজেদের দুর্বলতার বিষয়গুলি highlight করার প্রয়োজন ।

Previous Years Question

previous years question

অল্প সময়ে সিলেবাস শেষ করার আরেকটি উপায় হল previous years question solve করা । অনেক সময় ছাত্রছাত্রীরা একটি বিষয় বারবার  Revise দেওয়া সত্ত্বেও তা মনে রাখতে পারেনা এবং আবার পড়তে হয় । কিন্তু পূর্ববর্তী পরীক্ষার প্রশ্নপত্র সমাধানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ধারণা চলে আসে যে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এবং কিভাবে তার সমাধান করা উচিত । এতে ছাত্র-ছাত্রীদের বারবার revision এর প্রয়োজন পড়ে না ।

নিজস্ব পাঠ্য বইকে গুরুত্ব দেওয়া

অনেক সময় দেখা যায় যে পরীক্ষার্থীরা নিজস্ব পাঠ্যবইকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র সহায়িকা বইয়ের সাহায্যে পরীক্ষার প্রস্তুতি নেওয়া পছন্দ করে । এটি একটি disastrous process । কোন বিষয়ের পাঠ্য বই না পড়লে সেই বিষয় সম্বন্ধে সম্যক ধারণা পাওয়া সম্ভব নয় । এবং শুধুমাত্র প্রশ্নোত্তর ভিত্তিক পড়াশোনা করলে একটি দুটি পরীক্ষায় সফল হলেও ভবিষ্যতে ছাত্রছাত্রীরা ভীষণ কঠিন পরীক্ষার সম্মুখীন হয় । অর্থাৎ প্রত্যেক ছাত্র-ছাত্রীদের প্রথমে নিজস্ব পাঠ্য বইকে গুরুত্ব দিয়ে পরে প্রয়োজন পড়লে তবেই সহায়িকা বইয়ের অবলম্বন বিচার্য ।

বিভিন্ন equation এবং সূত্রাবলীর practice

গণিতের মতো বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সূত্রাবলী । অর্থাৎ কোন অংশে ঠিক কোন সূত্র প্রয়োগ করতে হবে তার ধারণা থাকা প্রয়োজন ।এবং সেই ধারণা থাকার পর সেই সূত্রের সঠিক পদ্ধতিতে প্রয়োগ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় । এই কারণে ছাত্র-ছাত্রীদের সূত্রগুলি অনেকবার Practice করার প্রয়োজন । এর মাধ্যমে তারা সহজেই যেকোনো অংক effortlessly অনেক কম সময়ে করতে পারবে ।

যেকোনো বিষয় plan করা এবং তা implement করা দুটি সম্পূর্ণ আলাদা ব্যাপার । অর্থাৎ উপরোক্ত বিষয়গুলি সম্বন্ধে শুধুমাত্র ধারণা থাকলেই চলবে না সঠিকভাবে সময়ের সঠিক utilisation ছাত্র-ছাত্রীদের সর্বপ্রথম কর্তব্য ।

Homework Help from Expert Tutors

Upload your homework questions and get video and PDF solutions created by expert tutors. Delivery within 6- 24 Hrs.

Upload Now!

Team VidOnko

VidOnko offers highly effective and student-friendly Bengali video solutions on Mathematics for Madhyamik and Higher Secondary examination. This is the first learning initiative done exclusively in Bengali to help students accustom to the new normal. 

Related Posts

Search

  • Homework Help from Expert Tutors

    Upload your homework questions and get video and PDF solutions created by expert tutors. Delivery within 6- 24 Hrs.

    Upload Now!