
Gaming app - বর্তমান ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে আদৌ আশা উদ্রেককারী বিষয় নয়। কারণ বর্তমানে অধিকাংশ ছাত্রছাত্রীই online gaming এর ফাঁদে পড়ে নিজেদের মূল্যবান সময় নষ্ট করে। তাই, সচেতন অভিভাবকরা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় স্বাভাবিকভাবেই তাদের এই বিষয়টি থেকে দূরে রাখতে চান। অথচ এই বিষয়টির একটি বিশাল positive দিক থাকতে পারে তা অনেকের খেয়ালেই আসেনা।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক গণিত বিষয়টি প্রস্তুতির সময় অনেক ছাত্র-ছাত্রীই বেশ অসুবিধায় পড়ে। তারা বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের IQ কে দোষ দেয়, অথচ, brain power যে বাড়ানো যায় সে সম্বন্ধে অধিকাংশ জনি ওয়াকিবহাল নয়। তাই সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের সচেতন করতে কয়েকটি brain development apps এর কথা আলোচনা করা হলো:
Sudoku একটি বহুল প্রচলিত puzzle game। এই app টির দ্বারা পড়ুয়ারা number সম্বন্ধিত বেশ কয়েকটি ধাঁধার মাধ্যমে, নিজস্ব মস্তিষ্কের ঝালাই করে নিতে পারে। এই game টি খেলার জন্য সম্পূর্ণভাবে brain কে খেলাটিতে involve করতে হয়। এটি একটি offline game। অর্থাৎ, কোনো রকম internet connection ছাড়াই পড়ুয়ারা এই game টি খেলতে পারবে।এই app টিতে 10000 এরও বেশি classic number games উপলব্ধ।সমগ্র খেলাটিকে সোজা থেকে কঠিন 6 টি ভাগে ভাগ করা হয়েছে- 1.Fast, 2.easy, 3. medium, 4. hard, 5. expert, and 6. giant.
সাধারণ যুক্তিসম্মত চিন্তা ভাবনা এবং মস্তিষ্কের চিন্তাভাবনা বাড়াতে প্রথম দুটি পর্যায়,এবং রীতিমত intense brain workout করার জন্য পরবর্তী পর্যায় গুলি প্রযোজ্য।এছাড়া এই app টিতে যে feature গুলি available আছে, সেগুলি হল-
9×9 grid
Phone এবং tablet উভয়েতেই উপলব্ধ
Tablet এর জন্য portrait ও landscape mode উপলব্ধ
সরল অথচ involving design
Google 'Best app' সম্মানিত এই app টিতে একটি সুসংবদ্ধ sequence wise brain training program এর ব্যবস্থা আছে। এই app টির বিশেষত্ব হলো:
অসাধারণ কার্যকারিতা এই একটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক।এই কার্যকারিতার জন্য এই বিশেষ app টি জার্মানির Leonardo Health Prize পেয়েছে।
বিভিন্ন পদ্ধতির মাধ্যমে মস্তিষ্কের চিন্তাশক্তি এবং একাগ্রতা বাড়ানোতে বদ্ধপরিকর
সর্বোপরি এই app টিতে রীতিমতো personal training program এর ব্যবস্থা রয়েছে। অর্থাৎ প্রতিটি ছাত্র ছাত্রী নিজেদের দুর্বলতা এবং অন্যান্য বিষয়ে আলাদা analysis পাবে
32 টি exercise (brain) এবং 300 level এর মাধ্যমে একটি সম্পূর্ণ balanced promotion এর ব্যবস্থা করা হয়েছে
এরমধ্যে ছাত্র-ছাত্রীরা একে অপরের সাথে coordination এর মাধ্যমে এগিয়ে যেতে পারে
অন্যান্য এক গুলির তুলনায় এই app টির জনপ্রিয়তা আরো অনেক বেশি। এই app টি মস্তিষ্কের বিকাশের জন্য একটি অভিনব পদ্ধতি প্রয়োগ করেছে। জাতীয় ছাত্র ছাত্রীরা আরো বেশি ভাবে game টিতে involved হতে পারে, তার জন্য বিভিন্ন fun activity এর সহায়তা নেওয়া হয়েছে। এই app টির অন্যান্য বিশেষত্ব গুলি হল:
50 এর বেশি activity
মস্তিষ্কের বিকাশের জন্য অনুকূল বিভিন্ন challenge
প্রতিদিন নতুন বিষয়ের অবতারণা
এই game টির সবচেয়ে প্রধান বিশেষত্ব হলো এই যে: এটি মানুষের দৈনন্দিন জীবনের ঘটনাগুলি কে উদাহরণ হিসেবে তুলে ধরে। ফলস্বরূপ ছাত্রছাত্রীরা খুব সহজেই বিষয়গুলি বুঝতে পারে এবং আনন্দের সাথে brain development এ অংশগ্রহণ করে
এই app টি অন্যান্য গুলিরমতো নির্দিষ্ট features এআবদ্ধ থাকে না। প্রতিনিয়ত continuous research এর মাধ্যমে অভিনব থেকে অভিনব বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়
সমগ্র বিশ্বে 10 মিলিয়ন members দের নিয়ে এই জনপ্রিয় app টি ছাত্র-ছাত্রীদের cognitive skills এর উপর কাজ করে।এই app টির বিশেষত্ব গুলি হল:
14 টি game এবং 420 এরও বেশি পর্যায়ের মাধ্যমে সুসংহত প্রোগ্রাম
100 এরও বেশি audio program। এই প্রোগ্রাম গুলির দ্বারা mindfulness practice করা যায়
এর ব্যবহারের পদ্ধতি খুবই সহজ এবং সরল, অথচ গ্রাফিক্স এরমান খুবই উন্নত
ব্যক্তিগত দৈনিক assessment এর ব্যবস্থা
নিয়মিত বৈজ্ঞানিক test এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের অগ্রগতির সঠিক মাপ কাঠি
Statistics এর মাধ্যমে ব্যবহারকারীর দুর্বল জায়গা গুলির নির্দেশনা
এক ঝাঁক brain puzzle এবং iq challenge নিয়ে গঠিত এই app টিতে বেশ কয়েকটি দারুন gaming এর ব্যবস্থা আছে। এই app টির বিশেষত্ব গুলি হল:
এই app টি phone memory এর খুব অল্প storage ব্যবহার করে,মাত্র 13 mb এরমধ্যে খুবই অসাধারণ features collection রয়েছে
10000 এরও বেশি পর্যায়ে ব্যবহারকারীরা game টি খেলতে পারে। পর্যায় গুলির মাধ্যমে ব্যবহারকারী নিজস্ব মস্তিষ্কের বিকাশের হার লক্ষ্য করতে পারে।
এবং সর্বোপরি খুব অল্প battery usage এর জন্য। খুব সহজেই ছাত্র ছাত্রীরা এই app টি ব্যবহার করতে পারে।
এই app টির program গুলির মাধ্যমে ব্যবহারকারীদের মনোযোগ, একাগ্রতা শক্তি,মানসিক দক্ষতা, math skills ইত্যাদি বিষয়গুলির উন্নতি সাধন হয়। তবে এই app টির একটি প্রধান drawback এইযে- এটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া সম্ভব নয়। যদিও 7 day free trial এর ব্যবস্থা রয়েছে। তবে যে বৈশিষ্ট্যগুলির জন্য এই app টি purchase করা সার্থক হতে পারে সেগুলি হল:
35 এর ও বেশি brain game এর মাধ্যমে ব্যবহারকারীর cognitive skills, precision, comprehension এর ওপর জোর দেওয়া হয়েছে
বিস্তারিত performance tracking
App টি ব্যবহারকারীর গতিবিধি লক্ষ্য করে প্রয়োজনমতো adaptive program use করে
Workout calendar এর মাধ্যমে ব্যবহারকারীর মধ্যে motivation জাগিয়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যায়
এই app টি হয়তো উপরোক্ত app গুলির মত অতটা জনপ্রিয় নয়, কিন্তু এর কার্যকারিতা নিয়ে সত্যিই কোনো সংশয় নেই।এটি বিভিন্ন entertaining পদ্ধতিতে ব্যবহারকারীকে engaged রাখার চেষ্টা করে।প্রতিটি পর্যায়ে নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়।
এই game টি কে তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়:
Math puzzle: গণিতের সাধারণ গণনা পদ্ধতির উপর ভিত্তি করে এই বিষয়টির পত্তন। অনেক সময় দেখা যায় বর্তমান ছাত্র ছাত্রীরা, গণনা কার্যে calculator এর ওপরেই সম্পূর্ণ নির্ভর করে। এতে ছাত্র-ছাত্রীদের মস্তিষ্কের cognitive part এর ক্রিয়া-কলাপ ব্যাহত হয়।সময়ের সাথে number ও sign এর অন্তর্দ্বন্দ্বে math puzzle ক্রিয়াশীল।
Memory puzzle: শুধুমাত্র গণনা পদ্ধতির ওপর জোর না দিয়ে বিভিন্ন বিষয় মনে রাখার উপর focus করে এই বিভাগটি তৈরি হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট বিষয় memorizing করতে হয়, এবং এর মাধ্যমে সময় কমতে কমতে ব্যবহারকারীর মস্তিষ্কের memory power বাড়তে থাকে।
Brain training: সময়ের গন্ডিতে এবার কোনরকম গণনা বা memory না রেখে logical thinking এর মাধ্যমে মস্তিষ্কের উন্নতিসাধন এই পর্যায়ে পড়ে। এটি সবচেয়ে কার্যকরী পর্যায়।
ছাত্রছাত্রীদের কাছে আশা করাই যায়, এই app গুলির মাধ্যমে তাদের মস্তিষ্কের বিকাশ সাধন ঘটিয়ে তারা তারা গুরুত্বপূর্ণ পরীক্ষা গুলিতে exceptional result করতে পারবে।
Upload your homework questions and get video and PDF solutions created by expert tutors. Delivery within 6- 24 Hrs.